রিশাদ হোসেনের সঙ্গে গতকাল সকালে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। টাইগার ক্রিকেটারের সঙ্গে কথা বলে বিসিবি সভাপতি অনেকটাই চিন্তামুক্ত। পিএসএল খেলতে এ লেগ স্পিনার এখন পাকিস্তানে। খেলছেন লাহোর কালান্দার্সের পক্ষে। পিএসএলে পেশোয়ার জালমির পক্ষে খেলছেন নাহিদ রানা। জাতীয় দলের ক্রিকেটাররা যখন পিএসএল খেলছেন পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে, তখন দুই প্রতিবেশী ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান জড়িয়ে পড়েছে যুদ্ধে। দুই দেশ দুই দেশের ওপর বিমান ও মিসাইল হামলা চালিয়েছে। হামলায় নিহত হয়েছেন দুই দেশের নারী, পুরুষ ও শিশু। যুদ্ধের মধ্যেই চলছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ। ভারতের মাটিতে দেশি ও বিদেশি ক্রিকেটাররা ব্যস্ত আইপিএল নিয়ে। পাকিস্তানের মাটিতে পিএসএলে খেলছেন ক্রিকেটাররা। এ যুদ্ধে যখন দুই দেশের জনগণ শঙ্কিত, তখন পিএসএল খেলতে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ ও নাহিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি, ‘গত ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও ভালো থাকাই এ মুহূর্তে বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ বিজ্ঞপ্তিতে আরও লেখা আছে, ‘বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বিসিবির। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ঘটনার বিস্তারিত খোঁজ রাখছেন এবং তাদের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করতে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।’
বিসিবি সভাপতি দুই ক্রিকেটারের নিরাপত্তা বিষয়ে গতকাল জরুরি বৈঠক করেছেন কয়েকজন পরিচালকের সঙ্গে। বৈঠকে বসার আগে সকালে রিশাদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সকালে (গতকাল) রিশাদের সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, দলের সঙ্গে খেলতে যাচ্ছে। নাহিদও ভালো আছে। আমি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে কথা বলেছি। পিএসএলের সিইও-এর সঙ্গে কথা বলেছি। আমাদের কাছে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। আমি ও কয়েকজন পরিচালক জরুরি ভিত্তিতে বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।’ ৫ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ২১ মে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা। ফয়সালাবাদে ২৫, ২৭ ও ৩০ মে তিনটি টি-২০ ম্যাচ এবং ১ ও ৩ জুন দুটি টি-২০ ম্যাচ খেলবে লাহোরে। দুই প্রতিবেশীর যুদ্ধের পর সিরিজটির ভবিষ্যৎ সংশয়াচ্ছন্ন হয়ে পড়েছে। যদিও বিসিবি এ বিষয়ে এখনো কিছু জানায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানিয়েছেন, এখনও সিরিজটি ভেস্তে যাওয়ার পর্যায়ে পৌঁছায়নি।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সৃষ্টি হয় যুদ্ধের আবহ। দুই দেশই দুই দেশের ওপর আক্রমণ চালিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানোর কথা স্বীকার করেছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে এ হামলায় ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ৭০ জন সন্ত্রাসী নিহতের দাবি জানিয়েছে ভারত। বিপরীতে ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি জানিয়েছে পাকিস্তান।