বিশ্বকাপ আর্চারির স্টেজ-২ খেলা হবে চীনের সাংহাইয়ে। ৬-১৯ মে পর্যন্ত চলবে। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে পাঁচজন আর্চার অংশ নেবেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি কেমন? এ ব্যাপারে কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, ‘প্রস্তুতি ভালোই। লক্ষ্য আমাদের কোয়ার্টার ফাইনাল। পাশাপাশি ২০২৮ অলিম্পিক গেমস সামনে রেখে কম্পাউন্ড র্যাংকিং উন্নতি করা।’ মার্টিন বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ আগেও পদক জিতেছে। আশা করি এবারও আমরা পারব।
তিনি বলেন, ‘প্রতিযোগিতায় বিশ্বের সেরা সেরা আর্চার অংশ নেন। এখানে ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে। আমার বিশ্বাস আর্চারদের সেই সামর্থ্য রয়েছে।’