দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ বেগ পেতে হচ্ছে বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে। যদিও জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বিসিবির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতি হন। এর আগে প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন ফারুক আহমেদ। কিন্তু সম্প্রতি অনেকের চক্ষুশূল হচ্ছেন তিনি। তবে গতকাল রিমার্ক-হারল্যানের একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিনিয়ত শেখার কথা বলেছেন বিসিবি সভাপতি। ফারুক আহমেদ বলেন, ‘আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারব।’