ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে জয় পেয়েছে চেলসি। গতকাল স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় চেলসি। জ্যাকসনের একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় দলটির। এক গোলের এ জয়ের মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকায়ও ফিরে এসেছে চেলসি। লিগে টেবিলে ৬০ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নটিংহ্যাম ফরেস্টের এবং নিউক্যাসলের থেকে এক পয়েন্ট এগিয়ে ব্লুজরা। শনিবার ইপসউইচের বিপক্ষে খেলবে নিউক্যাসল। এ সপ্তাহে এফএ কাপের সেমিতে নটিংহ্যাম-অ্যাস্টন ভিলা মুখোমুখি হওয়ার পর, চেলসি কমপক্ষে বৃহস্পতিবার পর্যন্ত শীর্ষ পাঁচে থাকবে।