সব ধরনের খেলাধুলার সমারোহ বসুন্ধরা স্পোর্টস সিটি। ফুটবল ও ক্রিকেট স্টেডিয়াম, অনুশীলনের টার্ফে, ইন্ডোর স্পোর্টস গ্রাউন্ড, সুইমিংপুলসহ বেশ কিছু খেলার মনোরম পরিবেশে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিটি। ফুটবল স্টেডিয়ামে নিয়মিত পেশাদার লিগের খেলা হচ্ছে। তার পাশেই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। নির্মল এ সবুজ প্রাঙ্গণে রাতের আলোতেও টুর্নামেন্ট আয়োজন করছে বসুন্ধরা। বিদেশি অ্যাম্বাসিও এ ক্রিকেট স্টেডিয়ামে আন্তদেশীয় ক্রিকেট আয়োজন করছে। গতকাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ‘এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’ করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট। দেশের ছয়টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান (গ্রামীণফোন, রবি, জাপান টোব্যাকো, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন, পোয়েটিকগেম ইন্টা. ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক) অংশ নিচ্ছে। বসুন্ধরা স্পোর্টস সিটির আয়োজনে এমএনসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টের সহযোগিতায় আছে গোল্ড জিম বাংলাদেশ। গতকাল সকাল সাড়ে ৯টায় এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশন ফুয়াদ বিন সাজ্জাদ, টি স্পোর্টসের এজিএম এ আর মল্লিক রনি। টি-২০ ফরম্যাটের প্রথম ম্যাচে জাপান টোব্যাকোকে ৭ উইকেটে হারিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। দিনের অপর ম্যাচে গ্রামীণফোনের বিপক্ষে ১২ রানের জয় পায় পোয়েটিকগেম। আজ রবির মুখোমুখি হবে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন।