বসন্ধুরা প্রিমিয়ার ক্রিকেটের সপ্তম রাউন্ড শেষ। ১২ দলের লিগের অষ্টম রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে মাঠে নামছে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর আজকের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টস ক্লাব। বিকেএসপি-৩ নম্বর মাঠে শিরোপাপ্রত্যাশী মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে।
সাত ম্যাচে একটি মাত্র ম্যাচ হেরেছে নাজমুল হোসেন শান্তর আবাহনী। সেটা লিগের শুরুতে অগ্রণী ব্যাংকের কাছে। এরপর টানা ৬ ম্যাচ জিতেছে। প্রতিপক্ষ নুরুল হাসান সোহানের ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট। আবাহনীর পক্ষে অধিনায়ক নাজমুল একটি সেঞ্চুরিসহ ৩১৬ রান, পারভেজ হোসেন ইমন এক সেঞ্চুরিসহ ৩২১ রান এবং মোহাম্মদ মিথুন ৩২০ রান করেন। বোলিংয়ে বাঁ হাতি স্পিনার রাকিবুল হাসান ১৩, মোসাদ্দেক হোসেন ১২ ও মাহফুজুর রহমান রাব্বি ১০ উইকেট নেন। ‘স্পিডস্টার’ নাহিদ রানা ৩ ম্যাচে ৫ উইকেট নেন। ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান দুই সেঞ্চুরিতে রান করেছেন ৩৮৬। ইয়াসির আলি ২৮৯, ফজলে রাব্বি ২৪৬ রান করেন। ১৩ উইকেট নেন কামরুল রাব্বি, ১০ উইকেট নেন সানজামুল ইসলাম। বিকেএসপিতে তামিম ইকবালের মোহামেডানের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল শাইনপুকুর। মোহামেডানের পয়েন্ট ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ১০ পয়েন্ট গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংকেরও। ০.৪২৫ রানরেটে অগ্রণী ব্যাংক চারে। তিনে মোহামেডানের রানরেট ০.৪৩৬ এবং ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা গাজীর রানরেট ১.০৭৪। মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুুকুরের জয় সাকল্যে একটি।
মোহামেডানের পক্ষে ২ সেঞ্চুরিতে তামিম ইকবালের ৩৬৮ রান, মাহিদুল ইসলাম অঙ্কন ২৮২, তাওহিদ হৃদয় ২৬৬ রান করেন। তাইজুল ইসলাম ১৩ উইকেট, আবু হায়দার রনি নেন ১০ উইকেট। বিকেএসপি-৪ নম্বর মাঠে অগ্রণীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। দুই দলই সুপার লিগের জন্য লড়াই করছে। প্রাইমের পয়েন্ট ৭ ম্যাচে ৪ জয়ে ৮। অগ্রণীর পক্ষে দারুণ খেলছেন অধিনায়ক ইমরুল কায়েস। ৪ হাফ সেঞ্চুরিতে ৩১৪ রান করেন। রবিউল হক ১১ উইকেট নেন। প্রাইম ব্যাংকের বাঁ হাতি ওপেনার মোহাম্মদ নাইম রয়েছেন তুখোর ফর্মে। দুই সেঞ্চুরিতে ৪৫৯ রান করেছেন। আরাফাত সানি নিয়েছে ১১টি উইকেট।