উয়েফা চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ১৪০টি গোল করেছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২১টি, রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০৫টি এবং জুভেন্টাসের জার্সিতে ১৪টি গোল করেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ এ আসরে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনিই আছেন শীর্ষে।