নারী প্রিমিয়ার ক্রিকেটে লিগে প্রথম খেলছে শেলটেক। প্রথমবার খেলতে এসেই বাজিমাত করেছে জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে গড়া দলটি। এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে শেলটেক। এখনো এক ম্যাচ বাকি দলটির। এক ম্যাচ বাকি বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানেরও। দুই দলের পয়েন্টের ব্যবধান ২। শেষ ম্যাচে যদি শেলটেক হেরে যায় এবং জিতে যায় মোহামেডান, তখন দুই দলের পয়েন্ট সমান হবে। কিন্তু বাইলজ অনুযায়ী মোহামেডানের বিপক্ষে জেতার কারণে চ্যাম্পিয়ন হবে শেলটেক। বাইলজ মেনে এক ম্যাচ হাতে রেখে শেলটেক চ্যাম্পিয়ন হয়েছে নারী ক্রিকেটে। দলটি লিগের প্রথম ম্যাচেই মোহামেডানকে হারিয়ে বাজিমাত করে শেলটেক। পরের ৬ ম্যাচেও জেতে দলটি। মোহামেডান প্রথম ম্যাচ হারার পরের ছয় ম্যাচ জেতে।
গতকাল শিরোপা উৎসবের ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শেলটেক ৪ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে। ইউল্যাব মাঠে খেলাঘর প্রথম ব্যাটিংয়ে ৩৭.৫ ওভারে ১১৮ রান করে। শারমিন সুলতানার ৪১ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় শেলটেক। চ্যাম্পিয়ন শেলটেকের পক্ষে ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস ৩টি করে উইকেট নেন।
বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ৭৪ রানে হারায় বিকেএসপিকে। মোহামেডান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান করে। শারমিন আক্তার ১০৮ বলে ৭৪ রান করেন। জবাবে ১৪৫ রানে অলআউট হয় বিকেএসপি। দলটির পক্ষে ফারজানা ইয়াসমিন ৪২ রান করেন। মোহামেডানের ফারিহা তৃষ্ণা নেন ৩ উইকেট।