পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন লিটন দাসরা। গাদ্দাফি স্টেডিয়ামে ৩৭ রানে জয় পেয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে চান লিটনরা। আজ গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন টাইগাররা। অধিনায়ক লিটন দাস ৪৮ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন নিষ্প্রভ। বোলিংয়েও তেমন কোনো সফলতা ছিল না। ম্যাচের পর অধিনায়কের মুখে নিজেদের ব্যর্থতার কথাই শোনা গেল। লিটন বললেন, ‘ম্যাচজুড়েই আমরা ভালো বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং করতে পারিনি। এবার আমরা আরও বেশি শক্তিশালী হিসেবে ফিরতে চাই। আমাদের হাতে এখনো দুটি ম্যাচ বাকি।’ গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০১ রান করে। জবাবে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। লিটন বলছেন, ‘এ মাঠে ২০০ রান তাড়া করে জেতা সম্ভব। গ্রাউন্ডে গতি আছে। উইকেটও ভালো ব্যাটিংয়ের জন্য। তবে আমরা ব্যাটিং ভালো করতে পারিনি। বিশেষ করে মিডল অর্ডারে।’ অবশ্য জাকের আলির প্রশংসা করেছেন লিটন। পাকিস্তানের অধিনায়ক দারুণ জয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। অন্যদিকে সিরিজে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই টাইগারদের। পাকিস্তান নিজেদের ইনিংসে শুরুটা বেশ বাজেভাবেই করেছিল। মাত্র ৫ রানেই হারিয়েছিল ২ উইকেট। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০০-এর বেশি রান করে তারা। দলের এ মানসিকতাকেই প্রশংসা করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। তিনি বলেন, ‘আমরা এমনই এক দলগত পারফরম্যান্স আশা করি।’ বাংলাদেশ আজ দ্বিতীয় ও ১ জুন তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। গাদ্দাফি স্টেডিয়ামেই হবে বাকি ম্যাচ দুটি।
শিরোনাম
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে
- 'মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব'