লম্বা ২৮ দিন পর বসুন্ধরা গ্রুপ পেশাদার ফুটবল লিগে মাঠে নামল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। ২৪ জানুয়ারি তারা প্রথম লেগের শেষ ম্যাচ খেলেছিল ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে। হোম ভেন্যু কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে ফকিরেরপুলের কাছে ১-০ গোলে হেরে যায়। গতকাল একই ভেন্যুতে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে জয়ে ফিরেছে সাদা-কালোরা। আরেক ঐতিহ্যবাহী ক্লাব ওয়ান্ডারার্সকে ৩-০ গেলে পরাজিত করেছে। দীঘদিন লিগ বন্ধ থাকলে ছন্দে যে চির ধরে তা মোহামেডানের পারফরম্যান্সে প্রমাণ মেলে। প্রথম লেগে ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে হারিয়েছিল। সেখানে কি না দ্বিতীয় লেগে ব্যবধান ৩-০। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও ওয়ান্ডারার্স সমান তালে লড়েছে। এ নিয়ে টেনশনেও ছিলেন মোহামেডানের সমর্থকরা। দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠিয়ে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সাদা-কালোরা। ঢাকা আবাহনী ২০ পয়েন্টে দ্বিতীয় ও ১৭ পয়েন্টে বসুন্ধরা কিংস রয়েছে তৃতীয় স্থানে। দুটি দলই আজ নিজেদের দশম ম্যাচ খেলবে। আজকের খেলার পর লিগের ১১ রাউন্ড মাঠে গড়াবে ১১ এপ্রিল। যদিও এ সময়ে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা জাতীয় দলে খেলবেন। তারপরও এতদিন বন্ধ লিগে উত্তেজনা সেইভাবে থাকে না। ভাটা পড়ে যায় পারফরম্যান্সে। আসা যাক ম্যাচে। ৯ ম্যাচে ৬ পয়েন্টে ওয়ান্ডারার্সের অবস্থান সবার নিচে। তারপর আবার ম্যাচ ফিক্সিং নিয়ে এ ক্লাবে অস্থিরতা বিরাজ করছে। এমন বিপর্যস্ত থাকা দলটির বিপক্ষে মোহামেডানের দাপুটে জয় পাওয়ার কথা। ব্যবধান ৩-০ হলেও সাদা-কালোদের খেলার ধার ততটা ছিল না।
প্রথম গোল পেতে ৩৮ মিনিট অপেক্ষা করতে হয়। দৃষ্টিনন্দন ফ্রি ফিকে উজবেকিস্তানের মোজাফফরভ জালে বল পাঠান। ব্যবধান দ্বিগুণ হয় ৮১ মিনিটে। বদলি নামা রাহিম উদ্দিন গোল করেন। আট মিনিট পর অধিনায়ক সুলেমান দিয়াবাতে ঠান্ডা মাথায় জাল খুঁজে পান।
এদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে অন্তর্ভুক্ত করেও দ্বিতীয় লেগের শুরুটা ব্রাদার্স ইউনিয়নের হয়েছে হারে। ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা পুলিশের কাছে ০-১ গোলে হেরে যায়। ডানিনো কুইপাপার মূল্যবান গোলটি করেন। ১০ ম্যাচে ব্রাদার্স ১৫ ও পুলিশের সংগ্রহ ১৩ পয়েন্ট। বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে ফর্টিস এফসি ৩-১ গোলে হারায় রহমতগঞ্জকে। বিজয়ী দলের গাম্বিয়ার ফরোয়ার্ড জোড়া ও ভ্যালেরিও এক গোল করেন। বিজিতের পক্ষে সামুয়েল ব্যবধান কমান। ম্যাচ জিতলেও ফর্টিস ১৪ পয়েন্টে ষষ্ঠ স্থানে আছে। রহমতগঞ্জ আছে চারে।