চীনা রোবট নির্মাতা কোম্পানি ইউবিটেক বিশ্বের প্রথম এমন হিউম্যানয়েড রোবট তৈরি করেছে যা নিজে নিজেই ব্যাটারি পরিবর্তন করতে পারে।
‘ওয়াকার এস২’ নামের এই রোবট তিন মিনিটেরও কম সময়ে ব্যাটারি বদলাতে সক্ষম, আর এই সময় মেশিন বন্ধ করারও প্রয়োজন হয় না। রোবটটির উচ্চতা প্রায় মানুষের সমান এবং এটি দুই পায়ে হাঁটতে পারে। হাত ব্যবহার করে জিনিসপত্র ধরা, সরানো ও বিভিন্ন কাজ করতেও সক্ষম এটি।
ইউবিটেক জানায়, শিল্পক্ষেত্রে যেখানে দীর্ঘ সময় বিরতি ছাড়া কাজ প্রয়োজন, সেখানে এই ব্যাটারি পরিবর্তন প্রযুক্তি বড় পরিবর্তন আনবে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ওয়াকার এস২ ব্যবহারে ফ্যাক্টরি, গুদাম, হোটেল ও বিভিন্ন সার্ভিস সেক্টরে শ্রম ব্যয় কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে। ইউবিটেক আরও জানিয়েছে, ভবিষ্যতে রোবটটির আরও উন্নত সংস্করণ বাজারে আনা হবে, যেখানে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
সূত্র- লাইভ সায়েন্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ