মাগুরা সদর হাসপাতালে রোগীদের সেবার মান বাড়াতে চারটি হুইলচেয়ার প্রদান করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিনের কাছে হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও কুতুব উদ্দিন কুতুব, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি আশরাফুজ্জামান শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতাল নানা সমস্যায় জর্জড়িত। দুর্ঘটনায় আহত বা গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত বিভিন্ন ওয়ার্ডে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এই অবস্থার কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা বিপাকে পড়েন। এ পরিস্থিতি লাঘবের জন্য চারটি হুইলচেয়ার দিয়েছি।
তিনি আরও বলেন, হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এই সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছি। আমরা চাই আগামী দিনে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত হোক।
বিডি প্রতিদিন/এমআই