চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকার একটি পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শুভ নিমতলা সেগুন বাগা এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা পুকুরে ওই কিশোরের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে কয়েকদিন আগে ইউপি সদস্য জসিম মেম্বার এক সভায় মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম