বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রাকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা ও ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির পেনরিথ ক্যাম্পাসে এ আয়োজন করে সিডনি সেন্টার ফর পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ও ডায়াস্পোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি।
আলোচনায় বিভিন্ন রাজনৈতিক মত, পেশা ও নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির শিক্ষক ড. খন্দকার আল ফরিদ উদ্দিন ও ড. ফয়সাল কবীর শুভর যৌথ সঞ্চালনায় সভায় মূলবক্তা ছিলেন বিশিষ্ট লেখক ড. ফাহাম আব্দুস সালাম, অস্ট্রেলিয়া সরকারের গবেষক ও বিজ্ঞানী ড. শামারুহ মির্জা, এবং অর্থনীতিবিদ ও থিংকট্যাংক 'গ্রুপ ব্রেইন'-এর সদস্য জ্যোতি রহমান।
ড. ফাহাম আব্দুস সালাম বলেন, ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন অপরিহার্য। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক সংলাপের ওপর জোর দেন।
অর্থনীতিবিদ জ্যোতি রহমান বলেন, ৯০-এর দশকে মতভেদ থাকলেও তখন প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় ছিল, সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।
বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় টেকসই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা জরুরি। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ধর্মীয় মূল্যবোধ ও তৃণমূলের ক্ষমতায়ন— সবকিছুই একে অপরের সঙ্গে সম্পর্কিত। এগুলো নতুন রাজনৈতিক নৈতিকতার ভিত্তি হতে পারে। তারা ভবিষ্যৎ বাংলাদেশে অংশগ্রহণমূলক ও মানবিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভায় সেন্ট মেরিস মসজিদের ইমাম আবু হুরায়রা আজহারী, মানবাধিকার কর্মী ও শিক্ষক শিবলী সোহায়েল, ক্রীড়া সংগঠক ফরহাদ মাহবুব, স্থানীয় লেবার পার্টি কর্মী সৈয়দ সামনানসহ বিভিন্ন পেশাজীবী, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই