ফিলিস্তিনের গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) মানবিক মিশনে অংশ নেওয়া ২৩ জন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবককে নতুন মোবাইল ফোন উপহার দিয়েছে মালয়েশিয়ার সরকার। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ, মঙ্গলবার (৭ অক্টোবর) কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে এ উপহার তুলে দেন দেশটির যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল।
মন্ত্রী জানান, ‘এই মোবাইল ফোনগুলো উপহার দেওয়ার উদ্দেশ্য হলো স্বেচ্ছাসেবকদের দেশে ফিরে যোগাযোগ ও ব্যক্তিগত কার্যক্রম সহজতর করা এবং মিশন থেকে অর্জিত অভিজ্ঞতা ও বার্তা আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া।’
এর আগে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে বলেছিলেন, নিরাপত্তা মানদণ্ড (এসওপি) অনুযায়ী সমুদ্রে ফেলে দেওয়া মোবাইল ফোনের ক্ষতিপূরণ হিসেবে নতুন মোবাইল সরবরাহ করা হবে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪২টি জাহাজ আটক করে এবং ২৩ জন মালয়েশিয়ানসহ মোট ৪৯৫ জন মানবিক সহায়তাকর্মীকে আটক করে। পরবর্তীতে ৪ অক্টোবর থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।
ফাহমি আরও বলেন, ‘এই উপহার সরকারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, ত্যাগ ও সাহসিকতার প্রতি কৃতজ্ঞতার প্রতীক। তাদের মাধ্যমে মালয়েশিয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে একটি গর্বিত ও মানবিক ভূমিকা পালন করেছে।’
৭ অক্টোবর রাত ১০টা ৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK342-এ করে মালয়েশিয়ায় ফিরে আসেন ২৩ জন স্বেচ্ছাসেবক, যাদের মধ্যে ছিলেন চারজন পর্যবেক্ষক ও পাঁচজন আইনজীবীও।
তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, প্রধান সচিব তান শ্রী শামসুল আজরি আবু বকর, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং স্বজনরা।
ফ্লোটিলা অভিযানের অংশ হিসেবে যাত্রার আগে অংশগ্রহণকারীদের নিরাপত্তা, জাহাজে অবস্থান এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিস্তারিত ব্রিফিং ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ