কানাডার ক্যালগেরির বেথনি চ্যাপেল অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সংগীত সন্ধ্যা "মিনার অ্যান্ড মিলা লাইভ ইন ক্যালগেরি"। কানাডাভিত্তিক আয়োজক প্রতিষ্ঠান প্রো-ইনটারটেইনমেন্ট এক্সপেরিয়েন্স এর উদ্যোগে এই অনুষ্ঠানে কণ্ঠের সুর আর ছন্দে মুগ্ধতায় ভাসিয়েছেন দুই জনপ্রিয় শিল্পী মিনার ও মিলা।
দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো অডিটোরিয়াম। মঞ্চে উঠেই মিনার তার জনপ্রিয় গান ‘কেউ কথা রাখে না’, ‘আহারে আহারে’, ‘ঝুম’ পরিবেশন করে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যান। প্রতিটি লাইনে ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য আবেগ আর নস্টালজিয়ার মিশেল।
অন্যদিকে, মিলার প্রাণবন্ত পরিবেশনায় পুরো মঞ্চ হয়ে ওঠে উচ্ছ্বাসময়। ‘তুমি কি সাড়া দিবে’, ‘বাবুরাম সাপুড়ে’ ও ‘রূপবান’ গানে দর্শক-শ্রোতারা উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেন। মিলার পারফরম্যান্সে ছিল স্বতঃস্ফূর্ততা ও গতিময়তা, যা মঞ্চকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজক মো. খান জানান, এই সংগীত সন্ধ্যা প্রমাণ করেছে, প্রবাসে থেকেও আমরা সংস্কৃতিকে কেন্দ্র করে একসঙ্গে থাকতে পারি। এটা শুধু একটি রাতের আয়োজন নয়, এটি সম্মিলিত স্বপ্ন দেখার প্রতীক। সংগীতের ভাষা বৈশ্বিক হলেও, অনুভবের শিকড় আজও গেঁথে আছে বাংলায়, বাংলাদেশে।
সংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন ক্যালগেরিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য, যারা এই আয়োজনকে রূপ দেন এক উৎসবমুখর মিলনমেলায়।
বিডি প্রতিদিন/হিমেল