নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় অনুমোদন ও মানহীন পশুখাদ্য এবং ওষুধ উৎপাদনকারী একটি নকল ওষুধ কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ভিলেজ এগ্রোভেট নামক প্রতিষ্ঠানটির পরিচালককে আটক করে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে পোরশা উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ এবং ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লাইসেন্স ছাড়াই পশুখাদ্য উৎপাদন, অনুমোদন ছাড়াই প্রায় ৬২ প্রকারের নিম্নমানের ফুড সাপ্লিমেন্ট ও পশু ওষুধ তৈরি, মজুদ এবং বাজারজাত করার অপরাধে "মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০" এর আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়।
কারখানার পরিচালক রবিউল আউয়ালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ মানহীন পশুখাদ্য জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওষুধ প্রশাসনের নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহম্মেদ, পোরশা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, লাইসেন্স ও অনুমোদন ব্যতীত পশু খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণকে ভেজাল ও অনুমোদনহীন পশু ওষুধ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম