নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পর পুকুরের পানিতে হুমায়ন কবির (৫) নামে এক শিশুর লাশ পাওয়া গেছে। শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করেন স্বজনরা। এর আগে সকাল ৯টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত হুমায়ন উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, শনিবার সকালে হুমায়ন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকায় মাইকিং করেও তার সন্ধান পাননি। পরে রাত ১১টার দিকে স্বজনরা বাড়ির পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পান। শিশুটি জিন্সের ফুল প্যান্ট পড়ে সাঁতরে পুকুরে ভাসমান তাল আনতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়দের ধারণা।