খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এক ভারতীয় যুবককে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের উনাকোটি জেলার রইসাবাড়ি থানার লস্কর পাড়া গ্রামের বাসিন্দা নতুন মোহন চাকমার ছেলে বসুদেব চাকমা (১৭)।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে দীঘিনালা সদর জোনের আওতাধীন জারুলছড়ি আর্মি ক্যাম্পের একটি টহল দল দীঘিনালার ধনপাতাছড়া এলাকায় সন্দেহজনকভাবে তাকে মোটরসাইকেলযোগে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার মোবাইল ফোনে একটি ভারতীয় আধার কার্ডের ছবি পাওয়া যায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে এবং জানায়, সে গত ১৫ বছর ধরে ভারতে বসবাস করছে।
রবিবার (১৭ আগস্ট) তাকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বসুদেব চাকমা বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারচক্রে জড়িত এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে পাসপোর্ট আইন, ১৯২০-এর ১১(১)(ক) ও ১১(১)(গ) ধারায় মামলা রুজু করা হবে এবং সোমবার আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ