কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বেলা ১২ টার দিকে ইটনা নতুন বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ওবায়দুর রহমান সেলিম ইটনা সদর ইউনিয়নের পশ্চিমগ্রামের গুপ্তবাড়িহাটি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা সংক্রান্ত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে তাকে।
বিডি প্রতিদিন/এএম