দেশের বাজারে পিয়াজের দাম নিয়ন্ত্রণে দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটি ভারত থেকে আমদানি শুরু হয়েছে। পিয়াজ আমদানি শুরু হওয়ার ফলে দেশের বাজারে দাম কমে আসবে বলে জানিয়েছেন স্থলবন্দরের আমদানিকারকরা।
রবিবার বিকাল পৌনে ৪টায় পিয়াজ বোঝাই একটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে পণ্যটি আমদানি শুরু হয়েছে। এ দিন নওগাঁর ব্যবসায়ী জগদিশ চন্দ্র রায় ৩০ টন পিয়াজ আমদানি করেন। এতে বন্দরে আমদানিকারক ও শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। পরে সততা বাণিজ্যালয় নামের হিলি স্থলবন্দরের আরেক আমদানিকারকের ২৯ টন পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশ করে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই ট্রাকে ৫৯ টন পিয়াজ এসেছে।
আমদানিকারকরা বলেন, পিয়াজ আমদানির অনুমতি দেওয়ায় রবিবার বিকাল থেকে বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। তবে ৩০টন করে পিয়াজ আমদানির অনুমতি দেওয়ায় এলসি করাসহ অন্য খরচ বাড়তি লাগাছে, এর ফলে আমদানি খরচ বাড়বে।
হিলি স্থলবন্দরের উপসহকারী উদ্ভিদ সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, দেশের বাজারে পিয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। রবিবার স্থলবন্দরের পাঁচ আমদানিকারক ৩০ টন করে সর্বমোট ১৫০ টন পিয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যেই এলসি খুলে জগদিশ চন্দ্র রায় ও সততা বাণিজ্যালয় নামের দুই আমদানিকারক ৫৯ টন পিয়াজ আমদানি করেছেন। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে সার্টিফিকেট প্রদান করা হবে- এরপর তারা বন্দর থেকে পিঁয়াজ খালাস নিতে পারবেন।
বিডি প্রতিদিন/এএ