রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেট্যা বাজারে বিষপানে জিয়াসমিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে একটি প্লাস্টিক কারখানায় পানির কল বানানোর কাজ করত। গতকাল বিকাল সাড়ে ৩টায় অচেতন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সংশ্লিষ্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, কামরাঙ্গীরচর থেকে এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর মা জানিয়েছেন, সে বিষপানে মারা গেছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানিয়েছি।
জিয়াসমিনের মা মালা খাতুন ঢামেকে বলেন, আমার মেয়ে একটি প্লাস্টিকের কল বানানোর কারখানায় কাজ করে। দুপুরে কারখানায় সে বিষ খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে তার সহকর্মীরা খবর দিলে আমরা তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে জিয়াসমিন ছিল সবার বড়। কী কারণে সে বিষপান করেছে, সে বিষয়টি বলতে পারছি না। আমি তাকে কোনো ধরনের রাগারাগি বা গালাগালি কিছুই করিনি।