মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সংঘর্ষ হয়েছে। এ সময় সেখানে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। শুক্রবার বিকালে রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন বিএনপির নেতা-কর্মী আহত হয়েছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
একাধিক বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে বিএনপির কমিটি গঠনের জন্য ২২ নেতা-কর্মীকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তাদের নিয়ে গঠন করা হয়েছে সাতটি উপকমিটি। শুক্রবার বিকালে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আবুল কালাম শিকদার। তবে ফের সভাপতি পদ পেতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা-কর্মীকেই সম্মেলনের বিষয়টি জানায়নি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সম্মেলনের মাঝেই জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের তর্কবিতর্ক হয়। পরে জাফর অনুসারী ওই ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবুল কালাম গ্রুপ ও রাজৈর উপজেলা বিএনপি নেতা আরিফ হাওলাদার গ্রুপের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় জিয়া পরিষদের কার্যকরী সদস্য মো. জিয়াউর রহমান জিয়া ও আব্বাস শিকদারসহ কয়েকজন আহত হন। পরে কমিটি ঘোষণার জন্য সাত দিনের সময় নিয়ে সম্মেলন শেষ করেন জেলা বিএনপির নেতারা।