ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) দুই চিকিৎসক সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় গতকাল মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়নি। সমন দেওয়ার পরও পরপর দুই দিন সাক্ষ্য দিতে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢামেকের ওই চিকিৎসকরা হচ্ছেন ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মমতাজ আরা এবং ডা. দেবিকা। মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য ঢামেকের ওই দুই চিকিৎসককে তলব করা হলেও তারা পরপর দুই দিন অনুপস্থিত রয়েছেন।
মঙ্গলবার শুধু ওই দুজনের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল, তারা অনুপস্থিত থাকায় সাক্ষ্য গ্রহণ হয়নি। বুধবার (আজ) আবারও তাদের জন্য দিন ধার্য করে ওয়ারেন্ট প্রসেস করা হয়েছে।
২০ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির বিচার কাজ শুরু হয়। সাক্ষ্য গ্রহণকালে অন্য দিনের মতো গতকালও অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়।