‘আইনজীবী সহকারী সমিতির সম্পাদককে বিএনপি নেতার মারধর’ শিরোনামে ১২ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দক্ষিণের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান খান লিটন। প্রতিবাদপত্রে বলেন, প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। তিনি হামলার সঙ্গে জড়িত নন। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই। রাজারবাগ এলাকায় রাস্তায় ভ্যান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যুবদলকর্মী আরিফুল ইসলামের সাধারণ ডায়েরি তার সঙ্গে সম্পর্কিত নয়।
প্রতিবেদকের বক্তব্য : সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।