আগামী ২০ মে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের ২৫তম কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে ২০১ সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল এ কমিটির নাম ঘোষণা করেন দলের সভাপতি এস এম পবিত্র আল ইবাদত। তিনি জানান, ২০ মের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কমিটির উল্লেখযোগ্য নেতারা হলেন- কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ছাদিকুর রহমান ছাদিক, হুমায়ুন কবির, মফিজুর রহমান, সিলেট বিভাগীয় সভাপতি শামছুল আলম ও সাধারণ সম্পাদক, শুকুর মিয়া মিয়া ও সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইমরান হোসেন, মাসুদুর রহমান, কামরুল ইসলাম টুটুল, আসাদুজ্জামান আপেল, মেহেদি হাসান, খৈরব মাসুদ, আল আমিন, সাইফুল ইসলাম, মো. আরিফ, আবদুর রউফ, নুরুজ্জামান, মো. সজীব, মো. ফারুক, মো. সালমান, ডা. আতিকুর রহমান, তরিকুল ইসলাম, কাওছার খান, কাজী আনোয়ার, মনিরুজ্জামান রিপন, সোহাগ হোসেন, নাজমুল ইসলাম, আবদুল আজিজ, দেবন্দ্র কুমার, জহির আহমেদ খান বাবুল, কামাল হোসেন খান, শেরপুর জেলা সভাপতি বিল্লাল সরকার ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সোহাগ তালুকদার, কুমিল্লা মহানগর সভাপতি ইউনুছ আলী রাজু ও সাধারণ সম্পাদক আবদুস সালাম, মধুপুর উপজেলা সভাপতি আকাশ হায়দার ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, কালিহাতী উপজেলা সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, ঘাটাইল উপজেলা সভাপতি মো. সজীব ও সাধারণ সম্পাদক মো. মিনহাজ, যাত্রাবাড়ী থানা সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক বকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মো. ইউসুফ ব্যাপারী ও সাধারণ সম্পাদক সাকিব আল হাসান।