পটুয়াখালীর বাউফলে এক এসএসসি পরীক্ষার্থীকে তাদের বসতঘরে ঢুকে বাবা-মায়ের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করলে জড়িত দুজনকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে চরমিয়াজান গ্রামে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন, চরমিয়াজান গ্রামের মোতালেব মিয়ার ছেলে মো. বেল্লাল হোসেন (২১) ও একই ওয়ার্ডের আকবর কাজীর ছেলে ফয়সাল (১৮)। পুলিশ জানায়, রাতে বেল্লাল ও ফয়সাল ওই ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে কিশোরীকে তুলে নিয়ে যায়। এরপর একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে কিশোরীকে ফেলে রেখে যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় মো. বেল্লাল হোসেন (২১) ও ফয়সাল (১৮) নামে দুজনকে আটক করা হয়েছে। মো. বেল্লাল হোসেন শিবু বণিক অপহরণ ও ডাকাতি মামলারও আসামি।