আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে আরও ১ হাজার ৫১ জনকে। সব মিলিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৫৮৩ জন। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি স্টিলের চাপাতি, বার্মিজ চাকু ২টি, ১টি স্টিলের ছুরি ও ১টি স্টিলের কিরিজ জব্দ করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় দুই নেতাকে আটক করা হয়েছে। আটকরা হলেন- উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সদস্য আবদুুল্লাহপুর গ্রামের মাসুদ মিয়া (৪৪) ও উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খারকুট গ্রামের নুরুল আলম (৬৪)।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেপ্তার করে।
মৌলভীবাজার : মৌলভীবাজারে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
সিলেট : বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার রেজান আহমদ শাহ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক।
জামালপুর : জামালপুরের ইসলামপুর উপজেলায় ডেভিল হান্ট অভিযানে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ডাকাত চাঁন মিয়া উপজেলার বেলগাছ ইউনিয়নের মন্নিয়ারচর পশ্চিমপাড়ার মৃতবাহাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বেলগাছ ইউনিয়নের মন্নিয়ারচর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ : সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার রুদ্রপুর এলাকার নিজ মালিকানাধীন শ্যামলছায়া পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শ্যামলছায়া পার্কে মিয়াজীকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় ছাত্র-জনতা। এরপর রাত ১০টার দিকে ওই পার্কের ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অবস্থান নিয়ে হাসিনাবিরোধী স্লোগান দিতে থাকে। পরে সেখানে যৌথ বাহিনী উপস্থিত হয়ে সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করে।