আসন্ন জাতীয় নির্বাচনের আগে একজন গ্রাহকের নামে নিবন্ধন করা সিমের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারেন; আগামী ৩০ অক্টোবরের পর সেই সংখ্যা ১০টিতে নামিয়ে আনা হবে।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উপদেষ্টা বলেন, একজনের সিম ব্যবহার করে অন্যজন অপরাধ করে। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়। তাই ব্যক্তি পর্যায়ে সিমের সংখ্যা কমানো হচ্ছে।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সিমের সংখ্যা আরও কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো আপত্তি আসেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও পদায়নেও কোনো পক্ষপাত হয়নি, স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিনি/সুজন