রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. এনামুল হকের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে ফটক অবরোধ করে এ আন্দোলন শুরু করেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- বিভাগে বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু করা এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজন। দাবি আদায়ে তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চান।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বর্তমান সভাপতি অন্য বিভাগের শিক্ষক হওয়ায় তিনি বিভাগীয় স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছেন না। তাই তার পরিবর্তে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের কোনো শিক্ষককে সভাপতি করার দাবি জানান তারা।
এ বিষয়ে বিভাগের সভাপতি ড. এনামুল হক বলেন, আমি শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি এবং তাদের নিয়েই উপাচার্যের সঙ্গে কথা বলেছি। ইন্টার্নশিপ ভাতা ও কোড চালুর বিষয়ে প্রক্রিয়া চলছে। কিন্তু হঠাৎ তারা পদত্যাগের দাবি করছে—এর পেছনে উদ্দেশ্য কী, তা আমি জানি না।
এর আগে, বিভাগে ছয়টি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে মনোবিজ্ঞান ও চিকিৎসা মনোবিজ্ঞান উভয় বিভাগের অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে বিভাগে শাটডাউন ঘোষণা দেন। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল