অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমরা এসেছি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। অন্তর্বর্তী সরকার হেরে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। গণতন্ত্র শুধু হারাবে না, মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলবে। তাদের কণ্ঠ রুদ্ধ হবে।’
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সিলভার ক্যাসেল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহানুল আলম, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ ও রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম। স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।
এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা এসেছি নতুন ইতিহাস রচনা করতে। আমরা এসেছি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম, সে সংগ্রামের ফসল হিসেবে। আমরা এসেছি শহীদ আবু সাঈদ, মুগ্ধদের রক্তের দায় থেকে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে।’
তিনি বলেন, ‘আমরা জানি এ যাত্রায় যদি আমরা ফেল করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বাংলাদেশের গণতন্ত্রই শুধু হারাবে না, মানুষ তার মৌলিক অধিকার হারিয়ে ফেলবে। তাদের কণ্ঠ রুদ্ধ হবে। মানুষ যে বাংলাদেশকে ভালোবাসে, সে বাংলাদেশ আমরা দিতে পারবো না। আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এই সরকার নিয়েছেন, আমরা তার স্বপ্নের সারথি হয়ে একসঙ্গে কাজ করব।’
কর্মশালায় ময়মনসিংহ বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, আইনজীবী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ