ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা গত মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন।
ব্যাংক এশিয়া পিএলসি নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ মার্চ, আর্থিক সাক্ষরতা দিবস-২০২৫ পালন করেছে।
সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির সহ-আয়োজক ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।
টায়ার কিনলে এসি, টিভি, ফ্রিজ বাইসাইকেলসহ নানা উপহার জেতার সুযোগসংবলিত ‘ডিসেন্ট টায়ার উপহার উৎসব’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে শিল্পগ্রুপ আরএফএলর টায়ার ব্র্যান্ড ডিসেন্ট।
শরীয়াহ্ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলের ৩৫টি শাখার শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে বিশেষ ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির।
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এ ১২টি পুরস্কার জিতে নিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর মাঝে বিকাশ সরাসরি পেয়েছে ৭টি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি ৫টি। এ পুরস্কারগুলোর মধ্যে ৩টি সিলভার এবং ৯টি ব্রোঞ্জ। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’-এর অষ্টম আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে।
প্রাভা হেলথের সিইও
সম্প্রতি প্রাভা হেলথের সিইও নিযুক্ত হয়েছেন আবদুল মতিন ইমন। তিনি প্রাভার প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও সিলভানা কাদের সিনহার স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রাভা হেলথ বোর্ডেও চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আবদুল মতিন ইমন ১৬ এপ্রিল প্রাভা হেলথের সিইও হিসেবে দায়িত্ব নেবেন। ২০২২ সাল থেকে প্রাভা হেলথে ইমন চিফ স্ট্র্যাটেজি ও প্রডাক্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন। -বিজ্ঞপ্তি