মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২৬ বুইকারা, কালাহাটা, যশোর-খুলনা হাইওয়ে, পৌরসভা : নোয়াপাড়া, থানা : অভয়নগর, জেলা : যশোরে তার স্থানান্তরিত নোয়াপাড়া সাব-ব্রাঞ্চের উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান উপশাখাটির উদ্বোধন করেন।
শরিয়াহ-ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪০৭তম সভা সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।
এনসিসি ব্যাংক, চট্টগ্রাম অঞ্চলের শাখাপ্রধান ও রিলেশনশিপ ম্যানেজারদের ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।