জাপানের রাজধানী টোকিওতে কর্মস্থলে হেনস্থার কারণে আত্মহত্যার এক ঘটনায় আদালত দিয়েছেন এক নজিরবিহীন রায়।
প্রসাধনী সংস্থা ডি-আপ-এ কর্মরত সাতোমি নামের এক তরুণী বসের লাগাতার অপমান, মানসিক চাপ ও হয়রানি সহ্য করতে না পেরে দীর্ঘ অবসাদের শিকার হন। ২০২৩ সালে তিনি আত্মহত্যা করেন।
সম্প্রতি মামলার রায়ে আদালত সংস্থাকে সাতোমির পরিবারকে প্রায় ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কোম্পানির প্রেসিডেন্ট মিতসুরু সাকাইকে পদচ্যুত করার আদেশও এসেছে।
জাপানে কর্মক্ষেত্রের চাপজনিত মৃত্যু বা আত্মহত্যা, যাকে বলা হয় “কারোশি”, বহুদিন ধরে একটি সামাজিক সমস্যা। বিশেষজ্ঞরা মনে করছেন, এ রায় দেশটির কর্পোরেট সংস্কৃতি পরিবর্তনে বড় ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ডি-আপ কর্তৃপক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়ে ভবিষ্যতে অফিস সংস্কৃতি উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে।
তথ্য সূত্র- হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ