জাপানে প্রথমবারের মতো চালু হলো অস্মোটিক বিদ্যুৎকেন্দ্র। ফুকুওকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ কেন্দ্রটি আগস্টের শুরুতে চালু হয়। এর মাধ্যমে সমুদ্রের নো না পানি ও মিঠা পানির লবণমাত্রার পার্থক্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
ফুকুওকা জেলা পানি সরবরাহ সংস্থা এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে। তারা জানিয়েছে, এটি এমন এক নবায়নযোগ্য শক্তির উৎস যা আবহাওয়া বা দিনের সময়ের ওপর নির্ভর করে না এবং এতে কোনো কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হয় না। এ প্রযুক্তি ব্যবহার করা বিশ্বের দ্বিতীয় সংস্থা তারা। এর আগে ২০২৩ সালে ডেনমার্ক প্রথম এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করে।
বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি হলো: সমুদ্রের নোনা পানি ও প্রক্রিয়াজাত মিঠা পানিকে একটি ঝাঁঝরা পর্দা দিয়ে আলাদা করা হয়। এতে স্বাভাবিক নিয়মে মিঠা পানি নোনা পানির দিকে প্রবাহিত হয় এবং এর চাপ টারবাইন ঘোরাতে সাহায্য করে। টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর চালায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ আগস্ট চালু হওয়া এই বিদ্যুৎকেন্দ্র বছরে প্রায় ৮ লাখ ৮০ হাজার কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। উৎপাদিত বিদ্যুৎ মূলত ফুকুওকা ও আশপাশের এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহকারী একটি লবণমুক্তকরণ কেন্দ্র চালাতে ব্যবহার করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে বিকল্প জ্বালানি খাতে বড় ধরনের সম্ভাবনা তৈরি করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল