মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ শেষে এক মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
বাঁচামারা ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের কল্যাণপুর বাজারে দোয়া মাহফিল, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)।
তিনি বলেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলস রাত-দিন কাজ করে যাচ্ছে। বিএনপি ঘোষিত ৩১ দফার অন্যতম এক দফা হলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করা, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।
এ সময় তিনি আরও বলেন, হাজারো ছাত্র-জনতা ও বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার, ফ্যাসিস্ট, মাফিয়া শেখ হাসিনার সরকারের পতনের পর প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের মূল দায়িত্বই হলো ভংগুর রাষ্ট্র কাঠামোর মিনিমাম সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। বর্তমান বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা ব্যাপকভাবে বিরাজ করছে তার সমাধান একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই করতে পারবে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ইয়াহিয়া মোল্লা, খলসী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আব্দুল মান্নান, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিমু খান মেম্বার, খলসী ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু খালিদ ডন, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান বাচ্চু, বাঁচামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য জাকির হোসেন লিটন, তেঁজগাঁও শিল্পাঞ্চল কৃষক দলের সভাপতি মো: সেলিম মিঞা, মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।
এ সময় বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন