রোহিঙ্গাসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই উপায় বের করতে কক্সবাজারে গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।
উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিন বিকালে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দেন ৪০টি দেশের প্রতিনিধি। আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা।