আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের সময় গৃহীত সিদ্ধান্তগুলোর রূপায়ণে কাবুলে ভারতের মিশনকে দূতাবাসে উন্নীত করার এই ঘোষণা।’ উল্লেখ্য, গত সপ্তাহে আফগান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি ভারত সফর করেন। এ সফরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তার এ সফরের পরই নয়াদিল্লির কাবুল মিশনকে দূতাবাসে পরিণত করার ওই ঘোষণা এলো।
উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারত কাবুলের মিশন কর্মীদের প্রত্যাহার করে নিয়েছিল। পরে ২০২২ সালে ফের কর্মী নিয়োগ দিয়ে সেটিকে টেশনিক্যাল মিশনের মর্যাদা দেয়। তখন সেখানে মধ্যমস্তরের কূটনীতিককে প্রধান করা হয়েছিল। এখানে আরও উল্লেখ্য যে, ভারত সরকার এখানো আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়নি। তাই কাবুলে নিজেদের দূতাবাসে এখন রাষ্ট্রদূত নিয়োগের পরিবর্তে চার্জ দ্য এফেয়ার্স নিয়োগ দেবে দিল্লি।