যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদ্যাপিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। শ্রীশ্রী গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল কৃষ্ণের জন্মতিথি পালন করেছেন তাঁর অনুসারীরা। জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি এই শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রায় শ্রী কৃষ্ণের মতো সাজে আসতে দেখা যায় ভক্তদের। মাথায় ময়ূরপুচ্ছ লাগিয়ে হাতে বাঁশি শ্রী কৃষ্ণের মতো সাজের পাশাপাশি শিশুরা অনেকেই সেজেছিল কৃষ্ণের খেলার সাথী বলরাম, সুবলের মতো করে। মেয়েরা এসেছিল গোপী সাজে। নতুন শাড়িতে কলসি কাঁধে অনেকেই এসেছিলেন রাধার অনুরূপে। এভাবে বিভিন্ন মহল্লা থেকে শোভাযাত্রা নিয়ে এসে মূল শোভাযাত্রায় যোগ হন নগরবাসী। মূল শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হয়। রাতে কৃষ্ণপূজা অনুষ্ঠিত হয়। এবার দুই দিনব্যাপী জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে ছিল নানা আয়োজন।