সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল দুপুরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ রোম্মান (২০), তিনি সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। আহত এনামুলের বাড়ি সিলেটের মহালদিক এলাকায়। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল দুপুরে বোর্ডিং ব্রিজের চাকার নিয়মিত মেরামত কাজ করছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। এ সময় বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরিত হয়ে রোম্মান ও এনামুল গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রুম্মান। রুম্মানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ। ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বোর্ডিং ব্রিজের চাকা মেরামত একটি রুটিন কাজ। চুক্তিবন্ধ প্রতিষ্ঠানের কর্মীরা কাজ করার সময় হঠাৎ করে চাকা বিস্ফোরিত হয়ে দুজন আহত হন। তাদের প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে আইসিইউ বিভাগে সিট খালি না থাকায় গুরুতর আহত একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।