কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে। গতকাল দুপুরে উপজেলার ভুন্দুরচর এলাকার এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। নিহতরা হলেন- ওই এলাকার মৃত গোলাম শহীদের ছেলে বুলু মিয়া (৫২) ও ফুলবাবু (৪৩) এবং তাদের ভাতিজা নুরুল আমিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুন্দুরচর গ্রামের শহীদুল ইসলাম ও রব্বানী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল জমি দখল করাকে কেন্দ্র করে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শহীদুল ইসলামের পক্ষের তিনজন নিহত হন। আহত হন উভয় পক্ষের কমপক্ষে ৭ থেকে ৮ জন। তাদের চিকিৎসার জন্য রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।