রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গতকাল সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি পালন করেছে বিএনপি। এতে হতাহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছে দলটি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নেতা-কর্মীরা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে শিশু-কিশোর শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ভোরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। সকালে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কার্যালয়ের সামনে আহতদের জন্য রক্তদান কর্মসূচি পালন করা হয়। যুবদলসহ দলের নেতা-কর্মীরা রক্ত দেন আহতদের জন্য। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নিহত শিক্ষাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, আমরা সবাই শোকাহত।
এ ক্ষতি পূরণ হওয়ার নয়। আমরা অন্তরের অন্তস্থল থেকে দেশবাসী ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই সৃষ্টিকর্তার কাছে তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের শোকসন্তপ্ত মা-বাবাকে শোক সহ্য করার শক্তি সৃষ্টিকর্তা দিন।