গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘এএ ইয়াং মিলস লিমিটেড’ নামে একটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানা শ্রমিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) তা অব্যাহত রয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি মো. আয়ুব আলী বলেন, সন্ধ্যা ৬টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
এএ ইয়াং মিলস লিমিটেড কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, আমাদের বেতন পাওয়ার কথা মাসের ৭ তারিখ। কিন্তু দেওয়া হয় ১০ তারিখ তবুও আমরা মেনে নিই। কিন্তু এখনো জুন মাসের বেতন পরিশোধ করেনি। তাহলে আমরা কীভাবে সংসার চালাই? আমাদের বাড়ি ভাড়া, দোকানের বাকি এগুলো তো কেউ শুনতে চায় না।
শ্রমিক সজল মিয়া বলেন, আমাদের ঘরে চাল-ডাল নেই। সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। রাতে কেন রাস্তায় এসেছি এটা বিবেক দিয়ে চিন্তা করলে উত্তর পাবেন। আমরা এমনিতেই কাউকে ভোগান্তিতে ফেলছি না।