চলতি বছরের ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার ১১ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির ২ নম্বর নামটি ছিল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। ধারণা করা হয়েছিল সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল হয়তো বিসিবির আসন্ন নির্বাচনে ক্যাটাগরি-১-এর ঢাকা জেলা ও বিভাগীয় কোটায় নির্বাচন করবেন। সেই সম্ভাবনা এখন শেষ। দুই মাস পর, ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ১৪(৩) অনুসরণে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে একটি পরিবর্তন এনেছে এনএসসি। আশরাফুলের পরিবর্তে অন্তর্ভুক্ত করেছে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য হওয়ায় ধারণা করা হচ্ছে, বিসিবির আসন্ন নির্বাচনে বুলবুল ক্যাটাগরি-১-এ নির্বাচন করবেন। ২০২৪ সালের গঠনতন্ত্র অনুযায়ী, অ্যাডহক কমিটির কোনো সদস্য কি নির্বাচনে অংশ নিতে পারবেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিভাগ ও জেলার ডেপুটি কমিশনারের কাছে পাঠানো একটি চিঠিতে উল্লেখ আছে, অ্যাডহক কমিটির বাইরের কেউ কাউন্সিলর হতে পারবেন না। অন্যদিকে বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘গঠনতন্ত্রের কোথাও নেই অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন। এটা পরিষ্কার যে, অ্যাডহক কমিটির মেয়াদ ৯০ দিনের। অথচ আমরা দেখতে পাচ্ছি বিসিবির আসন্ন নির্বাচনে এই নিয়ম অনুসরণ করা হচ্ছে না।’
গঠনতন্ত্রের কোথাও নেই অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন। এটা পরিষ্কার যে, অ্যাডহক কমিটির মেয়াদ ৯০ দিনের। অথচ আমরা দেখতে পাচ্ছি বিসিবির আসন্ন নির্বাচনে এই নিয়ম অনুসরণ করা হচ্ছে না
সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর
সাবেক পরিচালক, বিসিবি
শুধু আমিনুল ইসলাম বুলবুল নন, বিসিবির বর্তমান প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদীন ফাহিম সদস্য হয়েছেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির। তাকে নেওয়া হয়েছে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট আম্পায়ার সাথিরা জাকির জেসির পরিবর্তে। ২০২৪ সালের গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরী-১-এ ঢাকা বিভাগের পরিচালক দুজন। আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম কি তাহলে ঢাকা বিভাগের কোটায় পরিচালক হচ্ছেন? বুলবুল বর্তমানে এনএসসির কোটায় পরিচালক হয়ে বিসিবির সভাপতি হয়েছেন। ফাহিমও এনএসসির কোটায় পরিচালক হয়েছেন। বিসিবির নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। যদিও বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেছে। নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন সহসাই। বিসিবির বর্তমান পরিচালকের অনেকেই ধারণা করছেন, ৪-৬ অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এনএসসির প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অন্য সদস্যরা হলেন- আহ্ববায়ক, ঢাকা বিভাগীয় কমিশনার, আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নিয়ামুর রশীদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, মো. আনোয়ার হোসেন আরিফ, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহসভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি সিফাত সাদিক খান এবং ক্রীড়া সাংবাদিক রেদোয়ান সুলতান।
২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ক্রীড়া উপদেষ্টা হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আসিফ মাহমুদ সব সময়ই চেয়েছেন ক্রীড়াঙ্গনকে ফ্যাসিস্টমুক্ত করতে। বিসিবির গঠনতন্ত্রেও যেন পরিবর্তন আনা হয়। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন ও পরিবর্ধন আনার চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ঢাকার ক্লাবগুলোর শক্ত অবস্থানে পরিবর্তন আনা সম্ভব হয়নি। ফলে বিসিবির সাবেক সভাপতি নাজমুল আবেদীনের সময়ে ২০২৪ সালের গঠনতন্ত্র অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।