নওগাঁর মহাদেবপুরে যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়েছে এক গৃহবধূকে। এরপর তাকে ঘরে আটকে রেখে মাথার চুল কেটে ন্যাড়া করার অভিযোগ পাওয়া গেছে এক স্বামীর বিরুদ্ধে। রবিবার বিকালে উপজেলার শিবরামপুর দক্ষিণপাড়ায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই গৃহবধূর বাবা বাদী হয়ে মিনহাজ হোসেনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুপুরে পুলিশ মিনহাজ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। আর ওই গৃহবধূ বর্তমানে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। জানা যায়, চার বছর আগে শিবরামপুর দক্ষিণপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে হেরা খাতুনের (২২) সঙ্গে জিয়াউল হকের ছেলে মিনহাজ হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই মিনহাজ যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। ঘটনার দিন গত রবিবার বিকালে আবারও যৌতুকের দাবিতে স্ত্রী হেরা খাতুনকে হাত-পা বেঁধে ঘরে আটকে রেখে মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়। পরে তার হাত-পা বাঁধা অবস্থায় ঘরে আটকে রেখে পালিয়ে যান স্বামী মিনহাজ। সন্ধ্যার দিকে ওই গৃহবধূর চেঁচামেচিতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পরদিন সোমবার বিকালে হেরা খাতুনের বাবা ও মা ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান। গৃহবধূ হেরা খাতুনের বাবা হারুন অর রশিদ জানান, অভাবের সংসারে পেটের দায়ে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকানির্বাহ করেন তিনি। মেয়েকে নির্যাতনের খবর পেয়ে ঢাকা থেকে এসে মেয়ের চিকিৎসা করান। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জামাই মিনহাজ তার মেয়েকে নির্যাতন করে আসছে। মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিনহাজকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শিরোনাম
- কবে মাঠে ফিরছেন জানালেন তামিম ইকবাল
- মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল
- চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশ
- ম্যানহোলে পড়ে নিখোঁজ জ্যোতির লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
- উচ্চ শুল্কে টিকে থাকা কঠিন হবে
- দেশিবিদেশি শুল্কে দেশের ব্যবসাবাণিজ্যে মহাসংকট
- নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪
- ফোন থেকে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড বের করার উপায়
- ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণ পছন্দ হয়নি কুকের
- কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু পিরলোর
- ৪০ বছর পূর্তিতে কানাডা যাচ্ছে ‘ওয়ারফেজ’
- ক্ষুদ্র ব্যবসার অগ্রযাত্রায় ৫ বাধা
- ‘প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষ দেবেন না’, বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ জুলাই)
- ডিএমপির শাহআলী থানায় নতুন ওসি
- সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
- রিমান্ড শেষে আবুল বারকাত কারাগারে
- ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ
- 'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'
- কী আছে জুলাই সনদে
স্ত্রীকে নির্যাতনের পর মাথা ন্যাড়া স্বামী গ্রেপ্তার
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর