শঙ্কামুক্ত বিষপানে আত্মহত্যার চেষ্টা করা জুলাই অভ্যুত্থানে চোখ হারানো চার তরুণ। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, বিষপান করা চার তরুণ এখন শঙ্কামুক্ত। তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা সুস্থ আছেন। এর আগে রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন আলী হামজা শিমুল (১৯), সাগর (১৮), আখতার হোসেন (২২) ও মারুফ আহমেদ (২১)। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের পদক্ষেপ না নেওয়ায় রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন চার তরুণের মতো আহত ৫৫ জনও মানসিকভাবে ভেঙে পড়ছেন। ভবিষ্যৎ জীবন নিয়ে শঙ্কায় দিন পার করছেন তারা। হিল্লোল নামে এক আহত বলেন, দীর্ঘ ৯ মাসেও উন্নত চিকিৎসা বা পুনর্বাসন বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অন্য আহতরা বলেন, শুধু সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে ভূমিকা হতাশাজনক। সব দল নিজেদের স্বার্থ দেখছে। আমাদের নিয়ে কারও চিন্তা নেই। আহত দ্বীন মোহাম্মদ বলেন, দীর্ঘ চিকিৎসার পর এখনো আমার শরীরে ১৩টি ছররা বুলেট রয়েছে। হাঁটতে গেলে মনে হয় মাথার মগজটা লাফাচ্ছে। ডাক্তাররা যেটুকু পেরেছেন চিকিৎসা করেছেন। কিন্তু বুলেটগুলো বের হয়নি। মাথার ওপর হাত দিয়ে চেপে ধরে হাঁটতে হয়। এটা অসহ্য যন্ত্রণার, বলে বুঝাতে পারব না। আমার কাজ করার কোনো অবস্থা নেই। উন্নত চিকিৎসার প্রয়োজন, সেটাও পাচ্ছি না। পরিবার চালানোর মতো সহযোগিতা কেউ করছেন না। অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে হাসপাতালে ৫৫ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৬ জন সুস্থ আছেন। তাদের আর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। ৭-৮ জনের চিকিৎসা প্রয়োজন। তাদের কিছু সমস্যা রয়েছে। যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের বেশির ভাগই মানসিকভাবে ভালো নেই। তারা আশঙ্কা করছেন যে, যদি হাসপাতাল থেকে চলে যান, তাহলে তারা পুনর্বাসনসহ বিভিন্ন সমস্যা এবং সংকটে পড়তে পারেন। তাই তারা হাসপাতাল ছাড়তে চাচ্ছেন না।
শিরোনাম
- মৎস্য খাতের অবদানে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে : প্রধান উপদেষ্টা
- কামড় দেওয়া আপেল লোগোর পেছনের রহস্য উন্মোচন
- সিএমপি কমিশনারের দেখামাত্র গুলির বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেপ্তার
- বিশ্বের প্রথম এআই করিডর চালু করল দুবাই বিমানবন্দর, থাকছে যে সুবিধা
- সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত
- কক্সবাজার-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ
- পরীক্ষায় ফেল, তারপর ২৬ বছরের ঘরবন্দি জীবন: আলজেরিয়ার নাদিয়ার গল্প
- হোয়াইট হাউসের পথে জেলেনস্কি-ইউরোপীয় নেতারা
- পারিবারিক দ্বন্দ্বে ১২ বছর ধরে মর্গেই পড়ে আছে ব্রিটিশ ধনকুবেরের মরদেহ
- পুঁজিবাজার: সূচকের উত্থানে চলছে লেনদেন
- তরুণীর প্রেমে প্রত্যাখ্যাত হয়ে স্বামীকে আইইডি বোমাসহ স্পিকার বক্স উপহার তরুণের
- সৌদিতে হজ কাউন্সিলর হলেন কামরুল ইসলাম
- স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম
- পাথর লুটে নেপথ্যে যারা
- সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১
- বিমানবন্দরে গ্রেফতার পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার ‘ডাকি ভাই’
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৩
- ১৩ ঘণ্টা পর রাজশাহী-রহনপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
- অর্থনৈতিক মন্দা ও সরকারি ব্যয়
- বসুন্ধরা কিংসের তাঁবুতে কিউবা
মানসিকভাবে ভেঙে পড়ছেন আহতরা
শঙ্কামুক্ত ও সুস্থ আছেন বিষপান করা জুলাই আন্দোলনের চার তরুণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর