অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাংলাদেশিরা তিন বছর আগে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তারা দালালের মাধ্যমে ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যান। গতকাল সকালে দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সীমান্তে পৌঁছানোর আগেই হাঁসখালী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ।
গ্রেপ্তারের পর তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। সেখানে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। রিমান্ডে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চান পুলিশের তদন্ত কর্মকর্তারা।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের বেশ কিছু রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের ধরপাকড় থেকে বাঁচতে এই বাংলাদেশিরা দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।