খাগড়াছড়ি থেকে অপহরণের নয় দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী মুক্তি পেয়েছেন। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি নিপূণ ত্রিপুরা ও জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। তবে অপহৃতরা কখন ও কীভাবে মুক্তি পেয়েছেন তা জানা যায়নি।
এ ছাড়া বিষয়টি স্বীকার করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন পিসিপি চবি শাখার তথ্য ও প্রচার সম্পাদক রিবেক চাকমা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ এপ্রিল খাগড়াছড়ি থেকে চবির পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। পরে ব্যাপক জনরোষের মুখে কয়েক দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে। অপহরণ ঘটনার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা ইনস্টিটিউটের অলড্রিন ত্রিপুরা ও মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্ধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়ি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। রিবেক চাকমা বলেন, মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।