মার্কিন সরকারে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের মধ্যেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৫০ হাজার নতুন সরকারি কর্মী নিয়োগ দিয়েছে। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে এ কথা জানান। ফেডারেল সরকারের মানবসম্পদ পরিচালক স্কট কুপোর বলেন, নতুন নিয়োগের বেশির ভাগই হয়েছে জাতীয় নিরাপত্তা খাতে, বিশেষত, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টে, যা প্রশাসনের নীতিগত অগ্রাধিকারকে প্রতিফলিত করে।
একদিকে খরচ বাঁচাতে সরকারের অন্যান্য খাতে ব্যাপক ছাঁটাই চালিয়েছে ট্রাম্প প্রশাসন। অথচ কথিত এই পুনর্গঠনের মধ্যেও নিয়োগ কার্যক্রম থেমে নেই। কুপোর বলেন, আমরা যে খাতগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি, সেখানে কর্মী পুনর্বিন্যাস করাই আমাদের লক্ষ্য। অথচ গত আগস্টে কুপোর বলেছিলেন, চলতি বছর প্রায় তিন লাখ সরকারি কর্মী হ্রাসের পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প প্রশাসন অনেক মন্ত্রণালয়ে একদিকে নিয়োগ স্থগিত এবং ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস), স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মতো দপ্তরে ব্যাপক ছাঁটাই চালিয়েছে, অন্যদিকে নতুন কর্মী নিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ২৪ লাখ সদস্যের সরকারি কর্মিবাহিনী ছোট করার প্রকল্প চালু করতে ধনকুবের ইলন মাস্ককে নিয়োগ দেন। ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে মাস্কও দাবি করেন, ফেডারেল কর্মিবাহিনীর কলেবর বেশি বড় এবং অকার্যকর হয়ে উঠেছে। -রয়টার্স
তাদের প্রস্তাবিত সংকোচন কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১ লাখ ৫৪ হাজার কর্মী ট্রাম্প প্রশাসনের দেওয়া স্বেচ্ছায় অবসর প্রণোদনা গ্রহণ করেন। সাবেক সরকারি কর্মী ও ইউনিয়ন প্রতিনিধিরা জানিয়েছেন, এই পদক্ষেপের প্রভাব পড়েছে আবহাওয়া পূর্বাভাস, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা কর্মসূচি ও মহাকাশ প্রকল্পসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে।