যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন দ্বিতীয় দিনে গড়ালেও ওয়াল স্ট্রিট টানা নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিট নতুন রেকর্ড গড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাজেট অচলাবস্থার মধ্যে ব্যাপক ফেডারেল কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন। এদিকে সিনেটে স্থানীয় সময় শুক্রবার ভোট হওয়ার কথা ছিল। হাউস কর্তৃক পাস হওয়া একটি প্রস্তাবের ওপর যা ২১ নভেম্বর পর্যন্ত সরকারকে বর্তমান স্তরে অর্থায়ন চালিয়ে যাওয়ার অনুমোদন দেবে। এদিকে ইউরোপ ও এশিয়ার প্রধান সূচকে ইতিবাচক প্রবণতার পর মার্কিন শেয়ারবাজার সেশন চলাকালে একপর্যায়ে নিম্নমুখী হলেও দিন শেষে তিন প্রধান সূচকই নতুন উচ্চতায় বন্ধ হয়। ডাও জোন্স ও এসঅ্যান্ডপি ৫০০ সূচক বুধবারও রেকর্ড করেছিল। মূলত ফেডারেল রিজার্ভ চলতি মাসে সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশায়। সিএফআরএ রিসার্চের স্যাম স্টোভাল বলেন, বিনিয়োগকারীরা মনে করছেন না শাটডাউন শিগগিরই শেষ হবে। তাই ফেড আরও সতর্ক কৌশল নেবে, যার মানে অক্টোবরেই সুদের হার কমানো। এশিয়ার বাজারেও প্রযুক্তি শেয়ারের জোয়ার দেখা যায়। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্স ওপেনএআইয়ের ‘স্টারগেট’ প্রকল্পে চিপ সরবরাহ চুক্তি করায় কোস্পি সূচক ২.৭ শতাংশ বেড়ে সর্বকালের রেকর্ড উচ্চতায় পৌঁছায়। টোকিও ও হংকং সূচকও বেড়েছে, যদিও সাংহাই বাজার ছুটির কারণে বন্ধ ছিল।
ইউরোপীয় লেনদেনেও প্রযুক্তি শেয়ারের উত্থান অব্যাহত ছিল। এএসএমএল, এসটি মাইক্রোইলেকট্রনিকস এবং শনাইডার ইলেকট্রিকের শেয়ার যথাক্রমে ৪.৫, ২ ও ২ শতাংশের বেশি বেড়েছে। প্যারিস ও ফ্রাঙ্কফুর্ট এক শতাংশের বেশি লাভ নিয়ে দিন শেষ করেছে, তবে লন্ডনের এফটিএসই সূচক সামান্য কমেছে। স্বতন্ত্র কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় প্রান্তিকে অটো ডেলিভারিতে সাত শতাংশ বৃদ্ধির রিপোর্ট করা সত্ত্বেও টেসলার দাম ৫.১ শতাংশ কমেছে, যা সাম্প্রতিক প্রান্তিকে ধারাবাহিক পতনের ঘটনা। বিশ্লেষকদের মতে, ৩০ সেপ্টেম্বর ইভি কর-ছাড় শেষ হওয়ার কারণে বিক্রি বেড়েছে, তবে এটি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। বার্কশায়ার হ্যাথাওয়ের শেয়ারও ০.৫ শতাংশ কমেছে, তারা অক্সিডেন্টালের রাসায়নিক ইউনিট অক্সিকেম ৯.৭ বিলিয়ন ডলারে কিনবে বলে ঘোষণা দেওয়ার পর। অক্সিডেন্টালের শেয়ার এদিন ৭.৩ শতাংশ পড়ে গেছে। অন্যদিকে মার্কিন ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) দ্বিতীয় দিনে গড়িয়েছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। দেশটির প্রধান দুই দল একে অন্যকে দায়ী করলেও সমাধানের কোনো ইঙ্গিত নেই। মূল বিরোধ রয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে। হোয়াইট হাউস জানিয়েছে, হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে। তবে ‘অপরিহার্য’ হিসেবে ধরা কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইসি কর্মসূচি নিয়ে, যা নিম্নআয়ের নারী, শিশু ও নবজাতকদের জন্য খাদ্য সহায়তা দেয়। এ কর্মসূচি প্রায় ৭০ লাখ মানুষকে সেবা দেয়। অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর অর্থ ফুরিয়ে যেতে পারে। -রয়টার্স ও সিএনএন
মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত ১৫০ মিলিয়ন ডলার জরুরি তহবিল রাজ্যগুলোকে দেওয়া হতে পারে। পাশাপাশি শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানির রিবেট ও রাজ্যের নিজস্ব অর্থ ব্যবহার করা যাবে।